গত ১১-০৭-২০২৫ ইং তারিখে ভিন্ন বার্তা পরবর্তীতে প্রমানচিএ সহ অন্যান্য অন লাইন প্ল্যাটফর্মে পেইজ বুক পেইজে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার নামে, তা আমার দৃষ্ঠিতে পড়েছে। আমার নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মিথ্যা,বানোয়াট তথ্য প্রচার করে সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতা চরিতার্থ করতে নানা ভাবে একটি মহল দীর্ঘদিন কুৎসা রটনা করে আসছে,, বন্ধু সমাজ কল্যাণ সংস্থা,, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিয়ম এবং নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান হিসেবে সমাজের গরীব অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে যার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সহযোগীতা করে আসছি,, এখানে (অলাভজনক অরাজনৈতিক সংস্থা) র মুল প্রতিপাদ্য বিষয়,, উক্ত সংস্থা ১৯৬১ সনের আইন অনুয়ায়ী যেকোন পেশায় জড়িত থাকুক না কেন সামাজিক কাজে কোন আইনগত বাধা নেই,, আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়া গত ০১-০৭-২০২৪ খ্রি ঃ,, আমি কার্যকরী কমিটির কোন পদে না থেকে ও শুরু থেকে আগামী দিনে ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ,, এ সংস্থা চলে কমিটির সদস্য, দাতা সদস্য, আজীবন সদস্যদের দান খয়রাতের অর্থে,, এখনো পর্যন্ত সরকারি কোন দান অনুদান উক্ত সংস্থা পায়নি,, ফলে নিজেদের অর্থের উপরেই বছরে দু একবার সাহায্য সহযোগিতা করে থাকে সাধ্যমতো,, তারপরে ও কতিপয় লোক যারা অসৎ উদ্দেশ্য মানহানিকর নিউজ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে লেখা হয়েছে আমি মানুষকে হয়রানি সহ টাকা হাতিয়ে নিচ্ছি কিন্তু কার কাছ থেকে টাকা নিলাম বা কাকে হয়রানি করলাম তা উল্লেখ করতে পারেনি।
এসব সংবাদ প্রকাশকারীরা তাদের স্বার্থ হাসিল না হওয়ায় এ মিথ্যা বানোয়াট মনগড়া সংবাদ করেছে।
এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
মোঃ আবু সাঈদ মাহমুদ
বাসুরদিয়া, আমলীতলা বত্রিশ কিশোরগঞ্জ।