আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ছোটবাজারস্থ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল। তিনি বলেন,সারা দেশে হত্যাকাণ্ড, হামলা,দখল, গুম—এসবের পেছনে সরকারের মদদপুষ্ট প্রশাসনের ভূমিকা সন্দেহাতীত। এটা স্পষ্ট, একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।"
বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস,সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক,যুগ্ম সম্পাদক শরীফুল আলম সবুজ,ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন,দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন,সহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু প্রমুখ।
বক্তারা বলেন,প্রশাসনের নির্লিপ্ততা দেখে বোঝা যাচ্ছে তারা অঘোষিতভাবে এই ষড়যন্ত্রের অংশীদার। স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।”
সমাবেশ থেকে দেশপ্রেমিক জনগণ ও বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.