মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুর্ব সীমান্তবর্তী ইউনিয়ন রাজগাতী । যে অধিবাসীদের স্বাধীনতার পর থেকে অদ্যবধি নাগরিক সেবা থেকে অনেকাংশে বঞ্চিত। রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। ইউনিয়নের একেবারে পুর্বপ্রান্তে আব্দুল্লাহ পুর বনাটি অবস্থিত। গ্রামটিকে বাইশ মৌজা গ্রাম হিসাবে পরিচিত। লোক সংখ্যা প্রায় পাচঁ হাজার। বাসিন্দাদেরকে থানা সদরে যেতে হলে কালিগঞ্জ থেকে মুশুলী ও চৌরাস্তা ভায়া যেতে হয়। কিন্তু এ দিকে কুচিয়ালি খাল পাড় হয়ে খলাপাড়া ঈদগাহ মাঠ নান্দাইল তাড়াইল সি এন্ড বি রোড দিয়ে মাত্র তের কিলোমিটার পার হয়ে নান্দাইল উপজেলা সদরে পৌছা যায়। কিন্তু কুচিয়ালি খালের উপর ব্রিজ নির্মাণের জন্য ২০১৯ সালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে সরজমিন এসে সয়েল টেস্টের প্রাথমিক কাজ সম্পন্ন করে। তখন বনাটি গাংগাইল পাড়া অধিবাসীদের চোখে মুখে ফুট উঠে রঙিন স্বপ্ন। অতি অল্প সময়ের মধ্যে উপজেলা সদরে যেতে পারবে এবং কাজ সেরে দ্রুত বাড়ি ফিরতে পারবে। কিন্তু সাত অর্থ বছর অতিবাহিত হলেও আজও ব্রিজটি আলোর মুখ দেখেনি।
গাংগাইল পাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া জানান, এ ব্রিজটি হলে এলাকার মানুষ অন্ধকার জীবন থেকে মুক্তি পেত। ডিজিটাল যুগে বসবাস করেও আধুনিক সুযোগ সুবিধা থেকে পুরো বঞ্চিত। যদি কোন লোক অসুস্থ হয়ে পড়লে তাতক্ষনিক উপজেলা সদরে যাওয়া খুবই কষ্টদায়ক হয়ে উঠে। খলাপাড়া গ্রামে সাবেক ছাত্রনেতা মো: রুহুল আমিন ভুইয়া ভুট্রো জানান, এই খালের উপর ব্রিজ না থাকায় এপার থেকে ওপারে লোকজন জনবিচ্ছিন্ন। যেখানে ভাটি অঞ্চলে ও নান্দনিক পরিবেশ বিরাজ করছে কিন্তু এ জনপদের অধিবাসীরা সেকালে বসবাস করেছে। তাই দ্রুত ব্রিজ নির্মান সহ পুরো রাস্তা পাকাকরণের দাবি জানান ।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে করোনার পরে ব্রিজের কাজ হয়নি বললে চলে। তবে পরবর্তীতে খোঁজ নিয়েন এই কথা প্রতিবেদককে জানান।