আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সদর হতে মদন আসার একটি মাত্র পাকা রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে। জনসাধারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে এবং ব্যবসার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, কেন্দুয়া উপজেলার সাউদ পাড়ার মোড় হতে কাঞ্জারখাল পর্যন্ত পাকা রাস্তাটি বিভিন্ন স্হানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলে গর্তে পানি লেগে থাকে এবং লেগে থাকার কারণে জনসাধারণের চলাচলের কষ্ট হয়।
প্রতিদিন এই পাকা রাস্তায় দিয়ে শত শত ছোট বড় সহ সব ধরণের যানবাহন চলাচল করে থাকে। এতে রাস্তার অবস্থা বেহাল দশা দেখা দেওয়ায় ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া উপজেলার তুরুকপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দারা এবং পথচারীরা বলেন, এই পাকা রাস্তাটি মেরামত না করা হলে চলাচল করা সম্ভব হবেনা
বাস ট্রাক,অটোরিকশা, সিএনজি ও অটোভ্যান চালকরা এবং যাত্রীরা সাধারণ এই ভাঙ্গা রাস্তাটি দিয়ে চলাচল করতে অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদের নানারকম সমস্যা সম্মুখীন হতে হয়,বা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
কারণ গত সরকারের আমলে এই ভাঙ্গা রাস্তাটি তেমন কোনো কাজ না হওয়ায় এই বেহাল দশা দেখা দিয়েছে। এটি এমন বেহাল দশা দেখে যাত্রীরা আসতে মন চায় না। তাই জনসাধারণের এবং যাত্রীদের দুঃখ কষ্ট দূর করতে দ্রুতই এ পাকা রাস্তাটি মেরামত করার প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.