মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গণসংযোগ ও লিফরেট বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া, মুমুরদিয়া ও বালিরা বাজারসহ বিভিন্ন হাট বাজারে সর্বসাধারনের মাঝে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে মুমুরদিয়া ও ধনকীপাড়া বাজারে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলার আশরাফুল হক দাদন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর কটিয়াদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা বিএনপি’র ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান সরকার, সহ প্রচার সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ প্রিন্স, প্রবাসী কল্যাণ বিয়ষক সম্পাদক জহির উদ্দিন বাদশা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সাইফুল, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়া কাজল, আচমিতা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, মুমুরদিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মহিউদ্দিন খাঁ, মুমুরদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক খাইকুল ইসলাম লিটন, মুমুরদিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব হাদিউল ইসলাম কোটিপতিসহ কটিয়াদী উপজেলা এবং পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সকল নেতাকর্মীদের উদ্যেশে বলেন, একটি কুচক্রীমহল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসকল মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাই। বেগম খাদো জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্রকে কঠুরভাবে মোকাবেলা করা হবে।