মোহাম্মদ মাসুদ
বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এররই ধারাবাহিকতায় চট্টগ্রামেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রামে আজ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
আজ ১৪ জুলাই (সোমবার) পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন শহিদ ফয়সাল আহমেদ শান্ত'র মাতা মোছা. কহিনুর আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি), মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ কামরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।
উল্লেখ্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় একইভাবে চট্টগ্রামে নির্মিতব্য এই শহিদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.