মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের নৈশ প্রহরী ভিকছান (৬০) নামের এক ব্যক্তিকে ছাতার আঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার( ৯ জুলাই)দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার চৌরাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত ভিকছান উপজেলা চানগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
এ ঘটনাটি ঘটনাটি ঘটিয়েছে উপজেলা চানগাঁও ইউনিয়নের আলিয়ারপুর গ্রামের আলতু মিয়ার
ছেলে সুকেল (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক রাত ৯ টার দিকে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের নৈশ্য প্রহরী ভিকছান মিয়ার কাছে চৌরাস্তা মোড়ে সুকেল মিয়া (৩০)নামের এক ব্যক্তি একটি বিড়ি চায় খাওয়ার জন্য। নৈশ্য প্রহরী ভিকছান বিড়ি দিতে অনিহা প্রকাশ করলে এতে ক্ষিপ্ত হয়ে সুকেল তার হাতে থাকা ছাতা দিয়ে নৈশ প্রহরী ভিকছান মিয়ার মুখে আঘাত করলে ছাতার মাথা গাল ছিদ্রি হয়ে গলায় গিয়ে ঢুকে এতে গুরুতর আহত হয় ভিকছান।
গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওইদিনই চিকিৎসার শেষে ময়মনসিংহ থেকে নিয়ে আসেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পরবর্তীতে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন ডাক্তার।
নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে দুইদিন চিকিৎসার পর আজ (১১ জুলাই )সকাল
৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নৈশ্য প্রহরী ভিকছান মিয়া।
ঘটনায় অভিযুক্ত আলতু মিয়ার ছেলে সুকেল মিয়াকে মদন থানা পুলিশ আটক করেছে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
মদন থানা অফিসার ইনচার্জ নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুকেলকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।