নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে জোর পৃর্বক জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
কিশোরগঞ্জ প্রেসক্লাবে শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন, ইয়াসমিন আক্তার ও আক্কাস উদ্দিন।
তাদের দাবি সদর উপজেলার বৌলাই পাটধা নয়াপাড়া এলাকার আ: হেকিমের নিকট থেকে ২৬ শতাংশ জমি ক্রয় করি এবং সরকারি নিয়ম অনুযায়ী জমা খারিজ করে ভোগদখল করে আসছি।
সম্প্রতি সময়ে এলাকার সাহেদের ছেলে দুলাল ও দুলালের ২ ছেলে নাইম ও আবদুল্লা গংরা স্থানীয় গুন্ডা বাহিনী নিয়ে আমার জমিতে জোর করে ঘর নির্মান করতে আসে। ঘর নির্মানে আমি নিষেধ করলে তারা আমার উপর আক্রমণ করে ও ভবিষ্যতে এ জমিতে আমি গেলে আমাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে।
এ ঘটনার বিষয় আমার ছেলে হিজবুল্লাহ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিষেধ করলেও তারা নিষেধ মানছে না।
সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা প্রশাসনের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে আইনের সহায়তা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.