মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম নগরীতে দিন দিন বাড়ছে চুরি ছিনতাই। পূর্ব পরিকল্পিত মাস্টার প্লেনে অভিনব কায়দায় অজ্ঞাতনামা চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে জৈনক ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকা দামের অটোরিক্স চুরি। সন্ধানে চোরচক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ। পেশাগত ঝুঁকিতে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী ও জনসাধারণ। সিসিটিভি ফুটেছে চরচক্রের চিহ্নিত ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান।
উক্ত বিষয়ে চান্দগাঁও থানায় অভিযোগ করে রফিকুল ইসলাম (৩৮),ভুক্তভোগী ব্যবসায়ী। অটোরিক্সটি দৈনিক চুক্তিতে জনৈক চালক মোঃ আল খালেক (১৯),ভাড়ায় চালাইয়া আসিতেছিল। অটোরিক্স, যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- (এক লক্ষআশি হাজার) টাকা।
ঘটনাক্রমে, গত ০৬ জুলাই সকালে সৈয়দ নগর ফোরকান এর গারেজ হইতে প্রতিদিনের ন্যায় চালক অটোক্সিটি ভাড়ায় চালানোর উদ্দেশে বাহির করিয়া নিয়ে যায়। পরবর্তীতে দুপুরে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের সামনে থেকে অজ্ঞাতনামা চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেট পরিকল্পিত উপায়ে অটোরিক্সাটি হাতিয়ে নেই। চালক খালেকে কে ভয়ভীতি দেখাইয়া অটোরিক্স খানা নিয়ে চলে যায়।
অটোরিক্স খানা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া না পাইয়া অটোরিক্সাটির কোন সন্ধান ও সিসিটিভি ফুটেছে চিহ্নিত ব্যক্তিকে কেউ চিনে থাকলে উল্লেখিত নাম্বারে যোগাযোগের অনুরোধ রইলো। যোগাযোগ - 880 1863-255845 । রফিকুল ইসলাম। সাং-নইবার বাড়ী, ইলশা, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বিবিরহাট, বড় বাড়ী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.