আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আবারো পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পাঁচটার দিকে উপজেলার বিজয়পুর বিওপির ১১৪৮/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন আড়াপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় ২১ জনকে। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ এবং ২ জন পুরুষ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবির বিজয়পুর বিওপি ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালনকালে আড়াপাড়া এলাকায় ওই ২১ জনকে দেখতে পায়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সবাই ভারতের রাজধানী দিল্লীতে কাজ করতেন। সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর হয়ে আসামে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটকদের বাড়ি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.