সাব্বির আহমেদ মানিক:
কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন গতকাল মঙ্গলবার, তাঁর আগমনকে কেন্দ্র করে বিদ্যালয় হলরুমে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, সরারচর এসএস গার্লস স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুস ছলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ সমাজের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন ও প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করেন। বক্তারা বলেন, "এইসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ পরিবর্তনের কারিগর।"
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। তাঁর উপস্থিতি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.