সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজারহাটে মাদক সহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে রাজারহাট রেলওয়ে স্টেশনের পাশে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রুবেল মিয়া (৩০)কে বেশ কিছু টাফেন্টাডল সহ আটক করে সেনাবাহিনী।সেনাবাহিনীর রংপুর ডিভিশনের ৭২পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের ক্যাপ্টেন খালিদ বলেন গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা বাহিনী। তবে সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়ার স্ত্রী আর্জিনা বেগম টাফেন্টাডল সহ মাদকের ব্যাগ নিয়ে পালিয়ে গেলেও রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী।
রুবেল মিয়া রাজারহাটের মেকুরটারী গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র।
রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.