লেখিকা: ঊর্মি আক্তার মাইশা।
লাঠি হাতে যদি ভাবো, সাপ অসহায়,
ভুলে গেছো, বিষ তার নীরব, ধূর্ত, ঘনায়।
তুই ভাবিস তুই রাজা, সকলই তোর দাস,
সাপটা হাসে চুপিচুপি, ছোবলের অপেক্ষায় করে সময় হ্রাস
অহংকারে পা ফেলে তোর ,নরম মাটিকে ঠেলে,
ভাবিস না সে চুপ মানে, সব কিছুই মেনে চলে।
"নরম মাটি ডোবার ভয়",
এই প্রবাদ যেন দেয় সময়েরও ভয়।
তুই বলিস কথা মুখে আগুন নিয়ে,
পেছনে পুড়ে যায় কত হৃদয়— কে নেয় সে দায়?
তুই ভাবিস ক্ষমতা আছে হাতে, তুই অজেয় প্রাণ,
স্মরণে রাখো, সময়েরও আছে বিষাক্ত দান।
মানুষ আজ মুখে মধু, মনে পাথর রাখে,
আপন নামের ছায়াতেই ছুরি চলে নির্ভাকে।
যাকে তুই ধরিস চেপে ,সে একদিন রূপ নেয় আগুনে,
সে সাপ নয়, সে সময় — ছোবল মারে মুহূর্তে।
যাকে তুই ভাবিস ছোট , সে-ই একদিন তোর বিচারক,
লাঠি হারাবে, শক্তি হারাবে, তখন তুই কাপবি ভিতরক।
"যার যা যোগ্যতা, সে একদিন ফিরে পায়",
এই সত্য চাপা থাকলেও, সে নিজেই নিজের পথ বানায়।
তাই বলি ভাই,
অহংকারে নয়, নম্রতায় গড়ো অস্তিত্বের ছায়া,
সাপকে তুচ্ছ ভেবো না, সে কৃপা করেই বাঁচায় মায়া।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.