নিজস্ব প্রতিবেদক
সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) এর উদ্যোগে অদ্য ০৮/০৬/২০২৫ খ্রি: তারিখে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। উক্ত ক্যাম্পেইন এ শতাধিক রুগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন দুই জন মানবিক ডাক্তার ( ডা.আমিনুল ইসলাম এম.বি.বি.এস, এফসিপিএস (মেডিসিন শেষ পর্ব ) এম.আর.সি.পি, যুক্তরাজ্য এবং ডা: মনসুর আলম, এম.বি.বি.এস জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ)তাছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এর তিনজন মেডিকেল স্টুডেন্ট ( জনাব সারোয়ার হোসেন, জনাব মো: বায়জিদ ও মো: হিমেল) এবং সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) এর নেতৃবৃন্দের সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। বিনামূল্যে ১৫০ জনের অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় অর্থাৎ মোট ২৫০ জনেরও বেশী মানুষকে উক্ত ক্যাম্পেইন এর মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উক্ত সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব এন নাহার জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা সমাজের একটা শ্রেণির মানুষ অনেক সময় অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমাদের এ উদ্যোগ। উক্ত ক্যাম্পেইন এ সেবা গ্রহন কারী রোগী বেদেনা খাতুন জানান ডাক্তার অনেক সময় নিয়ে ও খুটিনাটি জিজ্ঞেস করে প্রেসক্রিপশন করেছেন তিনি বিনামূল্যে সেবা পেয়ে সবুজ পল্লব ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া এলাকাবাসী সবুজ পল্লব ফাউন্ডেশন এর এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে অংশগ্রহণ করেছেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.