আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। (৮জুন) রবিবার দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আল-আমিন খান নয়ন এর ভাড়া বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাবিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানীহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে।
নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে, স্বপন মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে কুটেরচর গ্রামের বাসিন্দা। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর উত্তর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়, পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা ভেঙে ঘর থেকে নিহতদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোন তিন সন্তানের জননী সাবিনা আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন নিহতের পরিবার।
বাড়ীর মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.