মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর এলাকায় রেলওয়ে ব্রিজ সংলগ্ন এক সরকারি খালে ঝাঁপ দিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের একদিন পর রবিবার সকালে স্থানীয় লোকজন কিশোরীর লাশ উদ্ধার করেন।
নিখোঁজ কারিমা আক্তার (১৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাগ্রামের বাসিন্দা মোঃ হারুন মিয়ার মেয়ে। তিনি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে নানার বাড়িত থাকতেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ০৭ই জুন শনিবার পবিত্র ঈদুল আজহার নামাজের পর কারিমা, তার মা ও মামা মিলে চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকার হযরত মিয়া চান্দশাহ্ মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলার মানিককালী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে একটি সরকারি খালে মা ও মামার সামনে থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, দলনেতা সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোজ কারিমা কে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে। রবিবার সকাল সাড়ে ০৮ টার দিকে স্থানীয় জনগণ ওই খাল থেকে মৃত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রকৃত কারণ এখনোও জানা যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.