সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ ২২ মে রাজারহাট অফিসার্স ক্লাবে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ( ২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমাজ সেবা অফিসার মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় ও সভাপতিত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত জেলে,কামার,কুমার, নাপিত,মুচি,নক্সিকাঁথার কারিগর,বেত শিল্পের কারিগর,কাঠমিস্ত্রী সম্প্রদায়ের মানুষ জন এ সভায় যোগদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব আল- ইমরান মহোদয়।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সূধীজনের মধ্যে বক্তব্য রাখেন জনাব কামরুল হাসান সহঃ পরিচালক ঢাকা,জনাব মনিরুজ্জামান জেলা সমাজ সেবা অফিসার, রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক সরকার অরুণ যদু, সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জামায়াতের আমির কফিল উদ্দিন, সাংবাদিক মোঃ লি ট ন ও অনেক পেশাজীবি জনগোষ্ঠীর মুখপাত্রগন
বক্তব্য রাখেন।