ওয়াসিম কামাল
ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত ৩৭৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে মানবিক সংস্থাগুলোর পরিচালিত তিন উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং, হিউম্যানিটি ১ এবং জার্মান পতাকাবাহী জাহাজ অরোরা৷ উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন নারী, শিশুসহ একাধিক অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্ক৷
গত শনিবার (১৭ মে) ও রোববার (১৮ মে) দুই দিনে ছয়টি পৃথক উদ্ধার অভিযানে মোট ৩৭৬ জনকে সমুদ্রে বিপদ থেকে নিরাপদে তোলা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট এনজিওগুলো৷
জার্মান এনজিও এসওএস হিউম্যানিটি পরিচালিত মানবিক উদ্ধার জাহাজ হিউম্যানিটি ১ রোববার দুটি নৌকায় থাকা একশ’র বেশি অভিবাসীকে উদ্ধার করে৷
নৌকাগুলো সাগরে চলাচলের জন্য উপযুক্ত ছিল না৷ এমনকি, যাত্রীদের কারো কাছেই লাইফজ্যাকেট ছিল না বলে জানিয়েছে সংস্থাটি৷
সংস্থাটি মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ‘‘উদ্ধার করা ব্যক্তিরা বর্তমানে আমাদের জাহাজে আছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে৷’’
এর আগে, শনিবার এসওএস মেডিটেরানে পরিচালিত জাহাজ ওশান ভাইকিং তিনটি উদ্ধার অভিযানে অংশ নেয়৷ প্রথম অভিযানে টিউনিশিয়ার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চল থেকে ৬৫ জনকে উদ্ধার করা হয়৷ তারা একটি অতিরিক্ত যাত্রী বোঝাই কাঠের নৌকায় ছিলেন৷
এরপর ওশান ভাইকিং একটি বিপদগ্রস্ত নৌকার দিকে এগিয়ে যায়৷ যেখানে আগে থেকেই উপস্থিত ছিল সি-ওয়াচ পরিচালিত উদ্ধারজাহাজ অরোরা৷ ঘটনাস্থল থেকে দুই শিশুসহ ৭৭ জনকে উদ্ধার করে ওশান ভাইকিংয়ে স্থানান্তর করা হয়৷
একইদিন মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো আরেক অভিযানে একটি কাঠের নৌকা থেকে আরো ১৩১ জনকে উদ্ধার করা হয়৷ এদের মধ্যে ছিলেন এক শিশু ও চারজন অপ্রাপ্তবয়স্ক৷ অনেক যাত্রী শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং বমি ও ক্লান্তিতে ভুগছিলেন৷ তাদেরকে জরুরি চিকিৎসা দেওয়া হয়৷
বর্তমানে ওশান ভাইকিং জাহাজে ২৭৩ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছে৷ ইটালি কর্তৃপক্ষ তাদের আনকোনা বন্দরে অবতরণের নির্দেশ দিয়েছে৷ যেটি উদ্ধারস্থল থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত৷ সেখানে পৌঁছাতে জাহাজটির অন্তত চার দিন সময় লাগবে৷
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩১৬ জন অভিবাসী৷ তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ অনেক নৌকা কোনো খোঁজ না রেখেই সাগরে হারিয়ে যায়৷ এ ধরনের ঘটনাকে বলা হয় ‘অদৃশ্য নৌকাডুবি’৷
আবহাওয়া ভালো থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রচেষ্টা বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স৷
মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে, সেন্ট্রাল ভূমধ্যসাগর হচ্ছে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.