এম এ হান্নান পাকুন্দিয়া :
আজ ১৬ মে শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউপি কার্যালয়ে উদ্যোক্তার কক্ষ থেকে কম্পিউটারসামগ্রী চুরি হয়েছে। এ ঘটনায় ইউপির চেয়ারম্যান শামছুউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার বিকেলে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানায় করা লিখিত অভিযোগে গ্রাম পুলিশ মোঃ দুলাল ও আব্বাছ উদ্দিন নাম উল্লেখ করা হয়েছে। তাহারা দুইজন নাইট ডিউটি ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডিপাশা ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করেন উদ্যোক্তার কাজ করে । ১২মে মঙ্গলবার বিকেল ৫টা কাজ শেষে কক্ষ বন্ধ করে সকলে বাসায় চলে যান। রাতে কক্ষ থেকে একটি কম্পিউটার, ডেক্সটপ কম্পিউটার, ওয়াব ক্যামেরা, ক্যামেরা , প্রোজেক্ট, মডেম ,স্ক্যানার, সোলার ফ্রেন্ড, ব্যাটারি বৈদ্যুতিক মালামাল সহ প্রায় ২ লক্ষ ৮৭হাজাজ টাকা চুরি হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌসী বেগম কার্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন বলেন, ইউপি উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.