আমিনুর রহমান।
চট্টগ্রাম প্রতিনিধি।
বিশিষ্ট মানবাধিবকার সংগঠক এডভোকেট জিয়া হাবিব আহসান সংবর্ধিত হয়েছেন।আলোকিত জাতি সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদ এর উদ্যোগে আয়োজিত নাসিরাবাদ হাউজিং সোসাইটি কার্যালয়ে অনুষ্টিত সবংর্ধনা সভায় সভাপতিত্ব করেন,আজসুবাপ। ইতিহাস গবেষক সোহেল মো:ফখরুদ্দিনের সঝ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি জিয়া উদ্দিন খালেদ চৌ:সাধারন সম্পাদক কাজী গোলাপ রহমান।
উন্নয়ন সংগঠক সোহেল আক্তারখান,ইউছুফ বাহার চৌ: সমাজকমর্ী ওবাইদুল হক মনি। এবি,এম,ইমরান,,চিন্তা চিন্তক আবদুল বাতেন,ইকো ফ্রেন্ডস সভাপতি উত্তম কুমার আর্চায্য,পীরজাদা এস,এম ফিরে াজ,মো:নজরুল ইসলাম(শোকরিয়া)এড,এস,এম, ইমরান রাজ, মোহাম্মদ সিরাজুল ইসলাম,রোটারিয়ান মোহাম্মদ জিয়াউল হক খন্দকার,শামসুদ্দিন, এস,এম,আবদুল্লাহ আল কাইয়ুম,মুহাম্মদ বাবর কাদেরী,এ,এইস,এম,জসিম উদ্দিন,নোমান উল্লাহ বাহার,মানবাধিকার কমর্ী এড,কে,এম, শান্তনু চৌ:, হাসান আল-বান্না প্রমুখ সহ সমাজকমর্ী ও সংগঠক উপুিস্তত ছিলেন।
ঊক্তারা বলেন,গরীব নির্যাতিত মানুষের আইনী সহায়তা প্রদান,দীর্ঘদিনের মানবাধিকার আন্দোলন,সমাজে ন্যায় বিচার প্রতিষ্টার সংগ্রামী একজন আলোকিত মানুষ এডকোকেট জিয়া।অনুষ্টানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টান থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.