ওয়াসিম কামল
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ১৩ মে ২০২৫ তারিখে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী ভারপ্রাপ্ত মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব তাহের আল-বাউর সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের উদ্দেশে রাজধানী ত্রিপলীর সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবহিত করেন।
ব্রিফিংকালে মান্যবর রাষ্ট্রদূত মাননীয় মন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কল্যাণসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি ত্রিপলীর বৃহত্তর আবুসেলিম এলাকায় বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন বলে তাদেরকে অবহিত করেন। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.