নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবীসহ স্মারকলিপি পেশ করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।
১৪ মে বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাদা আলাদা ব্যানারে তারা এ দাবি তুলে ধরেন।
দাবী আদায়কালে বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা সরকারের সকল কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা সকল সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান সময়ের সাথে সংগতি রেখে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল প্রদান, অন্তবর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা প্রদান, বাড়ী ভাড়া, রেশনিং পদ্ধতি চালু, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতাদিসহ ৭ দফা দাবি তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবী জানান।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবী উল্লেখ করে স্মারকলিপি পেশ করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.