অষ্টগ্রাম,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম বাজিতপুর গয়নাঘাট ইজারায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দরপত্রের সিডিউল ক্রয় না করেই আব্দুল নামের এক ব্যক্তিকে অষ্টগ্রাম-বাজিতপুর গয়নাঘাট ইজারা দেওয়ার লিখিত অভিযোগ করেন সাকিব হোসেন মাহফুজ নামক অপর এক ইজারাদার। জেলা প্রশাসক কিশোরগঞ্জ বরাবর লিখিত অভিযোগপত্রে আব্দুল দাবি করেন- জেলা প্রশাসক কার্যালয়ের আন্ত: উপজেলা ফেরিঘাট ইজারা দরপত্রের নির্ধারিত সময়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে করিমগঞ্জ উপজেলার চুন্নু, বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলা থেকে একটি করে দরপত্র ক্রয় ও জমা করা হয়। কিন্তু পরবর্তীতে আব্দুল নামক এক ব্যক্তির নামে সিডিউল দাখিল দেখানো হয় এবং তাকে ইজারা দিয়ে হাতে হাতে চিঠি ইস্যু করা হয়। তিনি আরো অভিযোগ করেন – সিডিউল না কিনেই এমদাদুল হক খোকন নামক আওয়ামী ফ্যাসিস্টের দোসর, জল দস্যু আর্থিক লেনদেনের মাধ্যমে এ ইজারার ব্যবস্থা করে। এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলশাদ জাহান জানান – যথানিয়মে আমার কার্যালয় থেকে ১টি সিডিউল বিক্রি হয় এবং সীলগালাকৃত খামে ২টি সিডিউল জমা হয়। নির্ধারিত সময়ে সিডিউল দুটি আমি জেলা প্রশাসক কার্যালয়ে জমা করেছি।