আবু হানিফ , পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে কাওসার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ০৮ মে দুপুর ১২ টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত কাওছার হিজলীয়া গ্রামের কাঠমিস্ত্রি মোঃ ফারুক মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি ফারুক মিয়া প্রতিদিনের মতো বাড়ির বাহিরে কাজে চলে যায়। এসময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি মায়ের পাশেই খেলা করছিল। হঠাৎ ছেলেকে বাড়িতে না পেয়ে আশেপাশে খোজাখুজি করতে থাকে। পরে দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে কাওসারের হাত ভেসে থাকতে দেখে এক প্রতিবেশী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃ"ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.