নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনীর মহাপরিচালক কিশোরগঞ্জ আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শনসহ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
আজ মঙ্গলবার ৬/৫/২০২৫ ইংরেজি দুপুরে কিশোরগঞ্জের কাতিয়ারচর এলাকার অফিসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আশরাফুল আলম, উপমহাপরিচালক, ঢাকা রেঞ্জ; জনাব ফাতেমা-তুজ-জোহরা, পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ); অম্লান জ্যোতি নাগ, পরিচালক (প্রকল্প প্রশিক্ষণ), নাজমুছ সালেহীন নূর, উপপরিচালক (সমন্বয়), মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলা কমান্ড্যান্ট, ঢাকা; মোঃ আশরাফুল হক, জেলা কমান্ড্যান্ট, কিশোরগঞ্জ প্রমূখ।
কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন কালে জেলা এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র , কাতিয়ারচর, কিশোরগঞ্জে একটি আমরুপালি আমের চারা রোপণ করেন এবং ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন । এসময় তিনি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ভিডিপি সদস্যদেরকে আহবান জানান। পুরস্কার বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন তিনি ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.