শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহ সদরে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
রোববার (৪ মে) ২০২৫ তারিখ সকালে ময়েজ উদ্দিন মইজুর সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় রাজগঞ্জ বাজার সাহেব কাচারি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির জমি ও আর্থিক লেনদেনে জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে পুরনো কমিটিতে থাকা আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বক্তারা একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শিক্ষাব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ বলে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং শিক্ষার স্বার্থেই এই প্রতিবাদ। তারা বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা প্রশাসনের প্রতি অনতিবিলম্বে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র অপসারণ ও একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে আইনি পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। পরে মানববন্ধন শেষে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুন উর রশিদ, আবু হানিফ, নোমান ইবনে লতিব, নুরুল ইসলাম মুন্সিসহ সচেতন নাগরিক সমাজ।