1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

মে দিবসে মোটর চালক দলের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ কাল শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) রাতে শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল। কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবু নাসের হিলালী মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, শরীফুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিছুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন। সভা সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি রাজিব আহমেদ আসাদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল করিম মোল্লা, জাতীয়তাবাদী মোটর চালক দল কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাইম রহমান, দপ্তর সম্পাদক বদরুজ্জামান রুবেল, সদর উপজেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, জেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের কার্যনির্বাহী সদস্য সুমন বেপারী।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন কিশোরগঞ্জ কালচারাল একাডেমীর সংগীত শিল্পীরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST