1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান মে দিবস পালিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭ বার পড়েছে

মিজানুল হক, হোসেনপুর (প্রতিনিধি:
আজ ১লা মে, মহান মে দিবস। নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ হোসেনপুরে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।

সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা ও বিভিন্ন সংগঠন প্রতি বছরের ন্যায় পালন করে র‌্যালি, শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচী পালন করেছে।

হোসেনপুর উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি হোসেনপুর উপজেলা পরিষদ মাঠ হতে শুরু হয়ে কুড়িঘাট বধ্যভূমির সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দিনটির তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা মহোদয়।

তিনি বলেন, আজকের মে দিবসে আমরা যেন সকল পেশায় শ্রমজীবীদের বৈষম্য না রাখি, সকলকে সমানভাবে সুযোগ দেই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে র‌্যালীর সমাপ্তি ঘোষনা করেন।

মহান মে দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিনের তত্ত্বাবধানে হোসেনপুর পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র‌্যালি হোসেনপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেনপুর বাজার পশ্চিমপট্রী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত শ্রমিক সমাবেশে পৌর শ্রমিকদলের আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. মঞ্জুরুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক মেয়র ‍মোঃ মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক এ আই খান শিবলু, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, কামরুজ্জামান খান, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সফিকুল ইসলাম হিমেল, সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুল হক মিজান, হোসেনপুর উপজেলা শ্রমিক দলের সিনি: সহ-সভাপতি মোঃ নাজমুল করিম, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহার মিয়া, সাহেদল ইউনিয়নের সভাপতি আবু বাক্কার, সিদলা ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোকন ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী ও হোসেনপুর উপজেলার শ্রমিকদলের নেতা কর্মী, পেশাজীবী ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মুঞ্জুরুল ইসলাম জুয়েল বলেন, ১৯৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যসাকার আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন শ্রমিকরা ৮ঘন্টা কাজের দাবিতে হে মার্কেটে জমায়েত হয়েছিল, তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলি বর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিয়হত হয়, অনেক শ্রমিক নেতাকে গ্রেফতার করে ফাঁসিও দেওয়া হয়। এই রক্তাত্ত্ব ঘটনার মধ্য দিয়েই জন্ম নেয় মহান মে দিবস।

১৯৮৯ সালে প্যারিসে অনুষ্টিত সমাজতান্ত্রিক আন্তর্জাতিক সম্মেলনে ১মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষনা করা হয়।

বিগত ১৭ বছর বিএনপি তথা শ্রমিক দলের নেতাকর্মীরা নিরলসভাবে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, অনেকে আহত-নিহত হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, মামলা হামলার শিকার শ্রমিকদলের অনেক ত্যাগী নেতা কর্মীরা। ৫ আগষ্টের পর আজ যেন অতীতের ন্যায় এসব ত্যাগী নেতারা হারিয়ে না যায় সে দিকটি খেয়াল রাখতে হবে। আমরা একটি স্বচ্ছ নিরপেক্ষ ভোটের মাধ্যমে হোসেনপুর উপজেলায় প্রতিটি ইউনিয়ন কমিটি করেছি, যা দলের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আগামীতে আমরা ত্যাগী, দক্ষ ও যোগ্য কর্মীদের খুঁজে বের করে বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে এনে দলকে আরো শক্তিশালী করবো। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং ন্যায্য মজুরী নিশ্চিতের জন্য কাজ করেছে। বিএনপি, শ্রমিক দল আমরা সবাই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ভবিষ্যতেও আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত না মানুষের ভোটের অধিকার ফিরে পায় এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে স্বসম্মানে দেশে ফিরিয়ে এনে ৩১দফার আলোকে বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবো।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন আহব্বায়ক এ আই খান শিবলু, মোঃ ফরিদ উদ্দিন অতপর পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ খাইরুল ইসলাম সভা ও আলোচনা সমাবেশের সফল সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST