ওরা গার্মেন্টস শ্রমিক,
রোজ সকালে ওঠে।
স্রষ্টার নাম হৃদয়ে জপে,
টিফিন বাটি হাতে ছুটে।
সুই সুতা দিয়ে স্বপ্ন বুনে
যতোই হোক ক্লেশ।
নিজের পরনে ছেঁড়া কাপড় ,
পরের জন্য বানাচ্ছে বেশ।
সভ্যতাকে পরিয়ে দেয়
রঙবেরঙের বস্ত্র,
সুঁই সুতা দিয়ে যুদ্ধ করে,
যেনো পারমাণবিক অস্ত্র।
ক্লান্তি ভরা শরীর তাদের,
তন্দ্রা ভরা চোখ।
মাস শেষে বেতন পেলে,
ভুলে যায় সব দুখ।
দেশের চাহিদা মিটিয়ে তারা
করছে বিদেশে রপ্তানি,
গার্মেন্টস শ্রমিক দেশের গর্ব
যেন স্বর্ণের খনি।
তাদের এই মহৎ অবদানে,
আমরা চির ঋণী।
সালাম নিও শ্রমিক দিবসে
শ্রদ্ধা নিও তাই,
স্যালুট জানাই সকল শ্রমিকদের
যারা সভ্যতা বানায়।
কলমে : আব্দুল হালিম
শিক্ষার্থী :নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।
বিভাগ: রাষ্ট্র বিজ্ঞান (স্নাতক শেষ বর্ষ)
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.