তাড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপজেলা জুড়ে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
সংগঠনকে সুসংগঠিত ও আধুনিক রূপে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন পদ প্রত্যাশী রয়েছে বলে জানা যায়। সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন প্রার্থী হয়েছেন। তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞদের মিশেলে নিজেদের দক্ষ সংগঠক হিসেবে সারোয়ার আলম, শাহরিয়ার খান, আখলাকুল ইসলাম অংকুর, শরিফ আহমেদ আলেক, শরিফুল মাহমুদ শোয়েব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন।
২০১৬ সালে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২১ সালের অক্টোবর মাসে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন আয়োজন করা হলেও রাউতি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হক রতনের নিহত ঘটনাকে কেন্ত্র করে ইতিপূর্বে তাড়াইল উপজেলা বিএনপির শাখার দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত হয়ে যায়। যার কারণে আগামীকাল তাড়াইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে কঠর নজরদারী রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে তাড়াইলের বিভিন্ন স্থানে সেনা বাহিনী ও পুলিশ এর যৌথ টহল জোরদার করা হয়েছে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান যে, তাড়াইল উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলনে যে কোন ধরনের অপ্রতিকার পরিস্থিতি মোকাবেলার করার জন্য এক প্লাটুন সেনাবাহিনী, দুই প্লাটুন পুলিশ এবং দুই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ওহাব আকন্দ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.