নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও নিম্ন ও উচ্চ আদালতে দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে কিশোরগঞ্জ জেলা শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে এবং এবং ফ্যাসিবাদদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আইনজীবীগণ বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে দ্রুত গ্রেপ্তার সহ উচ্চ ও নিম্ন আদালতে দলবাজ দুর্নীতিবাজ বিচারকদের অপরসনে দাবি জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জজ কোর্টের পিপি এ্যাড. মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিপি এ্যাড. জালাল মোহাম্মদ গাউস, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, স্পেশাল পিপি এএম সাজ্জাদুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম মঞ্জরুল ইসলাম জুয়েল, কিশোরগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি নেতা এ্যাড. শরীফুল ইসলাম, এডভোকেট মাসুদ ইকবাল, এডভোকেট আবুবক্কার সিদ্দিক মিলন, এডভোকেট তানভীর হাসান রানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এম এ সায়েম মজুমদার, এ্যাড. শফিউজ্জামান শফি, কিছুক্ষণ জেলা বিএনপি মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিনসোল থানা কবিতা, সহ-সভাপতি অ্যাডভোকেট নাদির সুলতানা সোমা সহ জাতীয়তাবাদী এনটিভি ফোরামে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.