স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার সকাল ৯ টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব প্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় | অনুষ্ঠিত এ প্রশিক্ষণ শুরুতে নবাগত সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ কে শিক্ষকবৃন্দ ফুলের তোরা দিয়ে বরণ করেন | যশোদল ইউনিয়নের ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় , স্বল্প যশোদল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় , স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় , ব্রাহ্মণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় , কুতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কুতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ছয়টি বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ এ প্রশিক্ষণ গ্রহণ করেন | উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে | বেশ কয়েকজন শিক্ষক জানান , এ প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ | এ প্রশিক্ষণের মাধ্যমে চাকরিবিধি ও বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা তারা জানতে পারেন | তাছাড়া কিছুদিন পর পর তারা একত্রিত হওয়ার ফলে তাদের নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করে তা সমাধান করতে পারেন | সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসানু উল্লাহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন | বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ প্রশিক্ষন |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.