স্টাফ রিপোর্টারঃ
” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে ধারন করে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ (সাহেব কাচারি) বাজারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান।
উঠান বৈঠকে চর নিলক্ষীয়া ইউনিয়নের কৃতি সন্তান মিরেরশরাই উপজেলা শিক্ষা অফিসার, একেএম ফজলুল হক, এসআই আল আমিন, এসআই মাহবুব, যুবদল নেতা মাহমুদুল হাসান রাসেল, মহসিন আলম, নোমান ইবনে লতিব, নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।