গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা রশি বা দড়ি টানাটানি। অনেকের কাছে এটি কাছি টানাটানি খেলা নামেও পরিচিত। ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা।
জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে খেলা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করেন সদরের সিরতা ইউনিয়নের চর ভবানী পুর কোনাপাড়া চৌরাস্তা মোড়। ময়মনসিংহ সদর উপজেলর ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর কোনাপাড়া চৌরাস্তা মোড়ে ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে প্রতিযোগিতায় ২-টি দল অংশগ্রহণ করে। শুক্রবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় মাঠের মাঝখানে দেওয়া থাকে দাগ। দুই দলে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে দড়ি টেনে সেই দাগ অতিক্রমের চেষ্টা করেন। এ টানাটানিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রতিপক্ষ পরাজিত দল। কখনো আবার এক পক্ষ যখন দেখে হেরে যাচ্ছে, তখন দড়িটা ছেড়ে দেয়। অমনি উল্টো দিকের লোকজন কুপোকাত। চর ভবানী পুর একাদশ বনাম কোনাপাড়া একাদশ। এতে ফাইনালে চ্যাম্পিয়ান হয় চর ভবানী পুর একাদশ।
উক্ত ফ্রেন্ডস ক্লাব আয়োজিত খেলার উদ্ভোধক হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাব্বির হোসেন শামীম, যুগ্ম- সাধারণ সম্পাদক ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা। ফ্রেন্ডস ক্লাব এর আহবায়ক শাহীন আলম সরকারের সঞ্চালনায় সিরতা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি উসমান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলকা নদী বাংলা কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক, সিরতা ইউনিয়ন বিএনপি নেতা আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুবেল, কৃষক দলের নেতা সেলিম, কোতোয়ালি মডেল থানার এ এসআই ফরহাদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, খোকা, খোকন প্রমূখ। এ ছাড়াও সিরতা ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.