লেখিকা:ঊর্মি আক্তার মাইশা।
স্বপ্ন বলে, "তুই পারবি",
বাস্তবতা হাসে—"দেখি না কেমন পারিস?
দূশ্চিন্তার দড়ি বাধা পেছনে
কাঁচা গলির প্রতিশ্রুতি দেয় সামনে ঠেলে
বাস্তবতা নয় সাজানো- কবিতার মতো!
প্রেমও স্বাদে চিরতার মত।
তবু পৃথিবী ঘুরে-মানুষ বাঁচে
হৃদয়! কান্না লুকিয়ে রাখে-
লোনা জল হয়না প্রবাহিত স্রোতের সাথে।
কেউ কিছু বাছে না! বুঝে।
রাতে ঘুম আসে না, চোখের নিচে কালি।
সকালে মুখে মিথ্যে হাসির ফালি।
যেন বাধছে বাসা সুখের সারি।
নায়ক আমি নই, তবু আমি লড়ি,
দুঃখ ঢেকে রাখি, যেন কেউ না ভাবে
অন্ধকার রেখেছে আমায় ঘিরে।
বন্ধুরা কেউ নেই পাশে, প্রেমটাও এসেছিল ক্ষণিকের বেশে।
বাস্তবতা শেখায়—“ভালোবাসা মানে না সবদিন!এক দিক।
চাই শান্তি, চাই বিত্ত- সফলতায় মোড়ে।
সফলতা না চিনে ঘুরি মরিচিকার পিছে।
এই শহরে স্বপ্ন মানে—আপন বাস ধরার তাড়া।
হ্যাঁ! এই বাস্তবতা আমায় গড়ে তুলে মোরে।
আমি পূর্নতার ধারে— কষ্টের ভেতর গর্ব দোলে।
মুচকি হাসি ভেতরটা আন্দোলিত করে
স্বীকৃতি আমি না পাই ভবে-
হার না মানি আমি।
জীবন আমার সোনার মুকুট
শুধুই কল্পনাতে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.