আবু হানিফ পাকুন্দিয়া :পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রপাতে আবু তাহের মিয়া নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুল আহাদ বাবুল জানান, সকাল ৭ টার দিকে বৃষ্টি শুরু হলে জমির মধ্যে থাকা পানি দেয়ার মেশিনের ঘরের মধ্যে অবস্থান নেয় তাহের মিয়া হয় ৩ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। বাকি ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.