মোঃসোহেল রানা রাজশাহী
রাজশাহীতে মেয়েকে ইভটিজিং এর প্রতিবাদ করাই আকরাম আলী (৪৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ । শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী র্যাব-৫ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহী নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এরমধ্যে নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূল হোতা। আর খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের শুক্রবার গভীর রাতে নওগাঁ সদর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার পরে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন। এরপর গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.