কলকাতা প্রতিনিধি-আসাদ আলী-কালের নতুন সংবাদঃ আজ শুভ নববর্ষ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ইংরেজি ১৫ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। ১৪ বেনিয়াটোলা লেন,কলকাতা-৭০০০০৯ এর সামনের রকে সোমা সিংহ বসাক ও অরুনাভ বিশ্বাসের দক্ষ সঞ্চালনা ও প্রিটোনিয়া প্রকাশনার কর্ণধার পিনাকী দত্তের সার্বিক পরিচালনায় সুন্দরভাবে সুসম্পন্ন হল ‘রকের আড্ডা’র রজত জয়ন্তী (২৫ বছর) পালন। দূরদূরান্ত থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিক চলচ্চিত্রকার ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রমূখ গুণীজনদের মুখ থেকে তাদের সময়কাল থেকে এখন পর্যন্ত রকের আড্ডার অভিজ্ঞতা লব্ধ স্মৃতিচারণা কবিতা গান বই প্রকাশ আর নতুন বছরের মিষ্টি মুখ সে এক অসাধারণ অভিজ্ঞতা অতিথি আপ্যায়নের পরেই সমীরণ চন্দ্রের উদ্বোধনী সংগীত দিয়ে এই রকের আড্ডার সূচনা তারপরেই বিশিষ্ট চলচ্চিত্রকার শতরূপা সান্যাল এর ‘কি আছে শেষে’ ছোট গল্প সংকলনটি প্রকাশ করেন এই প্রতিবেদক ছড়াকার কবি গল্পকার প্রবন্ধকার ঔপনাসিক ও চিকিৎসক আসাদ আলী সাহেব। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের স্ট্রিটের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত, সাংবাদিক দেবাশীষ মিত্র, অরুনাভ বিশ্বাস, ডঃ চন্দন চক্রবর্তী, কবি ও সম্পাদক প্রণব কুমার পাল, বিশিষ্ট চলচ্চিত্রকার শতরূপা সান্যাল, সমীরন চন্দ্র, কবি নৃপেন চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, সাংবাদিক সুদীপ চ্যাটার্জী, সাংবাদিক কল্যাণ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট কবি যতীন্দ্রনাথ সরকার, অধ্যাপক কেশব ভট্টাচার্য, রাজনৈতিক ব্যক্তিত্ব সমীর পুততুন্ডু ও রবিন দেব, লায়ন্স ক্লাবের প্রাক্তন ও বর্তমান সভাপতি যথাক্রমে প্রদীপ দত্ত ও দেব দত্ত। উভয়ই বক্তব্য রাখেন, দেবদত্তবাবু একটি কবিতাও পাঠ করেন এবং পিনাকী দত্ত মহাশয়ের হাতে নববর্ষের উপহার তুলে দেন। ডক্টর হিরণ্ময় মুখোপাধ্যায়ের বই প্রকাশ করেন ও বক্তব্য রাখেন সজল ঘোষ। সংসদ ও শিশু সাহিত্য সংসদের কর্ণধার দেবজ্যোতি দত্ত। এই আড্ডা’র আলোচনায় কবি ও সাংবাদিক আসাদ আলী গ্ৰামীন জীবনে ও শহুরে জীবনের আড্ডা সহ বেশ কিছু তথ্য ও একটি পল্লী গীতি পরিবেশন করেন। প্রিটোনিয়া র কর্ণধার পিনাকী দত্ত মাহাশয় আড্ডা’র আলোচনার মাঝে মাঝে তাঁর অসাধারণ অভিজ্ঞতালব্ধ স্মৃতিচারণা উপস্থিত গুণীজনদের মুগ্ধ করে। পিনাকী বাবু দেখালেন একইসাথে নববর্ষ ও আড্ডা কিভাবে একে অন্যের পরিপূরক। এ এক অসাধারণ নিদর্শন।