নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মমতার্গণদের সাথে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পযার্য় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমকে আরো সক্রিয়করণ করতে ০৪ দিন ব্যাপী ০২ টি প্রশিক্ষণ ব্যাচ অনুষ্ঠিত হয়। গত ১৫-১৮ এপ্রিল ২০২৫ তারিখে ০২ ব্যাচ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৫-১৮ এপ্রিল ২০২৫ তারিখে মঙ্গল-শুক্রবার উজান ভাটি রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেল, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ এবং গাংচিল কনভেনশন সেন্টার, সতাল কিশোরগঞ্জ-এ ০২ ব্যাচ প্রশিক্ষণ ২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মমতাজ বেগম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ এবং প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান।
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মমতার্গণ। যে সকল ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ শূণ্য আছে, সে সকল ইউনিয়ন পরিষদ থেকে ইউপি প্রশাসনিক কর্মমতার্গণ অংশগ্রহণ করেছেন। ৩য় ব্যাচে- বাজিতপুর, ইটনা ও তাড়াইল উপজেলা এবং ৪র্থ ব্যাচে- অষ্টগ্রাম, হোসেনপুর, মিঠামইন ও কুলিয়ারচর উপজেলা হতে মোট ৫৩ জন অংশগ্রহণ করেন।
জেলা রিসোর্স টিমের (ডিআরটি) সদস্যদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ, জেলা লিগ্যাল এইড অফিসার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ০৪ দিন ব্যাপী ০২ ব্যাচ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।
গ্রাম আদালতের ওপর ভিডিও প্রদর্শন, বিচার ব্যবস্থা, এখতিয়ার, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতে সিদ্ধান্ত গ্রহন ও কার্যকরকরণ,ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালতে মামলা স্থানান্তর এবং অন্র্Íভূক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। গ্রাম আদালতের উপর অংশগ্রহণকারীগণ মক ট্রায়াল উপস্থাপন করেন। কেস স্ট্যাডি প্রদান করা হয় এবং মামলার নথি ও রেজিষ্টার ফরম প্রদান ও এ বিষয়ে আলোচনার মাধ্যমে নথি লেখায় গ্রুপ গঠনের মাধ্যমে নথি ও রেজিষ্টারের ফটোকপি প্রদান করা হয়। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নথি প্রস্তুত করেন এবং উপস্থাপন করেন। ফিডব্যাক সেশনের মাধ্যমে নথি উপস্থান সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কোর্স ডিরেক্টর হিসাবে ছিলেন জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এবং প্রশিক্ষণ কোর্স কোঅর্ডিনেটর এর ভুমিকা পালন করেন, উপপরিচালক, স্থানীয় সরকার, কিশোরগঞ্জ। এ্যাসিস্টেন্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার শাখা, কিশোরগঞ্জ, প্রশিক্ষণের যাবতীয় বিষয়ে সহযোগিতা প্রদান করেছেন। প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজা আক্তার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পযার্য়) প্রকল্প, কিশোরগঞ্জ এবং উপজেলা সমন্বয়কারীগণ। এছাড়াও প্রোগ্রাম ও ফিন্যান্স এ্যাসিস্টেন্ট প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.