গোলাম কিবরিয়া পলাশ, বুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল-প্রকৌশল-পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর উপচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মালেকা বিলকিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক।
অনুষ্ঠানে সময়ম্বক ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোঃ মেহেদি মাহবুব খান।
আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা পারভিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক আসমা আক্তার ও সহকারী অধ্যাপক সুজিত দেবনাথ। ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেলে ১০৯ জন, বুয়েটে ৭ জন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।