ডেস্ক নিউজ
রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল ২৫ সোমবার সকাল সাতটায় পলিমাটি’র উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ সকল স্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোঃ হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মো: আলিফ, সভাপতি উজ্জ্বল আলী, তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সিএন্ডবি মোড় হতে শুরু হয়ে শিশু একাডেমী ঘুরে আবার সিএন্ডবি মোড়ের পলিমাটি চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপস্থিত সকলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা উৎসবে অংশ নেন। এরপর পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা পলিমাটি চত্বরে স্থাপিত মঞ্চে বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী তৃণা,তমাল,অথি,শোভা, রাহি,নিকি,
শ্রদ্ধা,মেহেদী,নুসরাত,ববিতা, মাহিম, মৃদুলা, মাধুর্য, হাকিম, রাফাসহ অন্যান্যরা অংশ নেন।
সবশেষে পলিমাটি’র ভাতৃপ্রতিম সংগঠন ‘দ্য ফ্লাইং ফিট’ এর সদস্যদের তায়কোয়ান্দো প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।