ঊর্মি আক্তার মাইশা।
আলো জাগে ধানখেতে-উঠোন রাঙা, সোনালী রোদ।
পহেলা বৈশাখ এলো হাতে, শুদ্ধ হৃদয়-ছোঁয়াবো
নব রবি উঠেছে হেসে , আকাশে তার গান,
বাংলা জাগে প্রাণের ভাষা, খোঁজে আপন মান।
দেখো গাছের পাতায় নাচে, বৈশাখী সে হাওয়া,
ঘুঙুর পরে পা ফেলে যবে-আসে নব-ছাওয়া।
শহর, গ্রাম, নদী, বনেও, বাজে একই সুর—
‘চলো এবার গড়ি আমরা বাংলা আরও পূর’।
বৈশাখে লুকায় কতো প্রেম
চারপাশে তার ছড়িয়ে থাকে স্মৃতির কাব্যছেম।
একটি নয়, সহস্র বছরের ইতিহাসের ধারা—
এতে বাঁধা যেনো বাঙালির জয়ধ্বনি সারা।
পান্তা-ইলিশ, হাসির মেলা, মুখে চিরন্তন গান,
কিন্তু চাও যে আরও কিছু, এই বাংলার প্রাণ।
নববর্ষে হোক আজ থেকে, অন্যরকম শপথ,
সুন্দর হবে মননশীল দেশ, দূর হোক আছে যত ক্লেশ।
এসো তবে, বৈশাখ মানে শুধু উৎসব নয় আর—
এবার হোক মানবতার, মাটির, ভালোবাসার সংসার।
বাংলার সূর্যে হোক, এক নতুন ধরনীর জন্ম,
যেখানে হৃদয়ে লেখা থাকবে— "ভালোবাসা অনন্ত ধর্ম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.