1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
করিমগঞ্জ এগ্রো অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন মিষ্টির বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার ১২ বছর বয়সেই আলিফের কাঁধে সংসারের ভার ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হোসেনপুরে ব্রহ্মপুত্র ও নরসুন্দা নদে নাব্যতা সংকট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার কমিটি অনুমোদন ময়মনসিংহের চরাঞ্চলে অনুষ্ঠিত হলো রশি টান ফাইনাল খেলা হোসেনপুরে অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রাথামিক শিক্ষার বেহাল দশা, ২৭ স্কুলে নেই প্রধান শিক্ষক মামলা তুলে না নিলে খুন জখমে হুমকি নিরাপত্তাহীনতায় দরিদ্র দিনমজুর পরিবার নান্দাইল ও মধুপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা

কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম

  • প্রকাশ কাল রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরখাস্ত হওয়ার সাড়ে ৫ বছর পর আদালতের নির্দেশে যাবতীয় বকেয়া বেতন ভাতাসহ স্বপদে পূনরায় দায়িত্ব ফিরে পেলেন এবিএম মাহবুবুল আলম সিদ্দিকী।
জানা যায়, ২০১৯ সনে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের তৎকালীন সভাপতি মোঃ আশরাফ আলীর অনৈতিক কাজের সাথে সম্মতি না দেয়ায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ এনে ২০১৯ সনের২২ নভেম্বর তারিখে তাঁকে বরখাস্ত করেন। অন্যায়ভাবে প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে বরখাস্ত করায় তিনি পুনরায় চাকুরী ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন দাখিলের পর মহামান্য হাইকোর্ট বিভাগ গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখের রায় ও নির্দেশনার আলোকে যাবতীয় বকেয়া বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধাদিসহ স্বপদে পূন:বহালের আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২০ মার্চ ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর রিয়াজুল হকের স্বাক্ষরিত পত্রের আলোকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে পূন: বহালের ব্যবস্থা করেন। এসময় উক্ত প্রতিষ্ঠানের চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হেমায়েত হোসেন তাঁকে দায়িত্ব¡ বুঝিয়ে দেন।
চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকী জানান, ২০১৯ সনে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে আমাকে বরখাস্ত করেন। আমি ন্যায়বিচারের আশায় চাকুরী ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট আমার আবেদন বিবেচনা করে বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ পূনর্বহালের আদেশ প্রদান করেন। আমি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পূনরায় আমার স্বপদে দায়িত্ব¡ বুঝে পেয়েছি।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মাঈদুল ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পূর্বের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে পূনর্বহাল করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST