আমিনুর রহমান সাকিব।
চট্টগ্রামের চন্দনাইশের ধর্ষক নাজিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা পুলিশ। জানা যায়, গতকাল ১০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার জেলার রামু উপজেলার পাহাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাজিমকে। উল্লেখ্য যে,সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র নাজিম গত মঙ্গলবার রাত আড়াইটায় ভাগিনি আরজু আকতারকে ধর্ষণ শেষে স্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগে নিহত তরুনীর বাবা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো:নুরুজ্জমান। তারই প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাজিম(২৯) কে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:রাসেল।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.