নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি বর্বরতা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ফিলিস্তিনের গাজায় বর্বর ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো চটগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে একাত্মতা পোষণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান যে সরকারিভাবে, জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে।
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের উপস্থিতিতে সমাবেশ শুরু হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান ( একাডেমিক) ও উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন ( প্রশাসন), তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহিদুল হক সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
" বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক প্রফেসর ইয়াহিয়া বলেন, আমাদেরকে আওয়াজ তুলতে হবে বুদ্ধি ভিত্তিক ভাবে, প্রযুক্তিতে ইসরাইলকে টেক্কা দিতে হবে এবং তখনই আমরা ফিলিস্তিনকে প্রকৃতভাবে সাহায্য করতে পারবো। আমরা সৌদির দিকে চেয়ে থাকবো না কারণ তাঁরা পরোক্ষভাবে ইসরাইলকেই সাহায্য করছে।"
উক্ত সমাবেশের সকলের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ইসরায়েলির ন্যাক্কারজনক হামলার ঘটনা এবং ফিলিস্তিনি শিশু সহ সকল স্তরের মানুষের দুর্দশার চিত্র। কত শত শিশুদের হা হা কার চিৎকারে বাতাস ভারি করা আহাজারি যেন বিশ্বের সকল মুসলিমকেই আন্দোলিত করে।
পরিশেষে মুনাজাতের মাধ্যমে ফিলিস্তিন সহ সমগ্র মুসলমানদের নিরাপত্তা ও শান্তি কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.