নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপি’র এক কর্মীকে জুতা পেটা করার অভিযোগ পাওয়া গেছে ।
লিখিত অভিযোগে জানা গেছে, সোমবার (৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্যামরায়ের বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, শ্যামরায়ের বাজারে আবুল কালামের হোটেলে নাস্তা করতে যান বিএনপি কর্মী মিলন মিয়া (৬৫) এসময় হোটেলে রাজনৈতিক আলোচনা শুরু হলে মিলন মিয়া শেখ হাসিনার পতন ও বিগত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের কথা বলায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মিয়া হোটেলে ঢুকে মিলন মিয়ার দাড়িতে ধরে মুখে জুতা পেটা করেন।
মিলন মিয়া বলেন, সকাল সাতটার দিকে শ্যামরায়ের বাজারে আবুল কালামের হোটেলে নাস্তা খেতে আসি। এ সময় টেলিভিশনের খবর শুরু হলে এ প্রসঙ্গে আমি বলি আওয়ামী লীগ আগে যে অন্যায় অত্যাচার করেছে, বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে, বাড়ি ঘরে থাকতে দেয়নি। এমনকি পায়ের জুতা দিয়ে বিএনপি নেতা কর্মীদের মারধর করেছে। এইগুলো আমি দেখেছি। এখনও বিএনপি তো ক্ষমতায় আসে নাই ১৫ বছর আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সে অত্যাচার কিন্তু এখনও বিএনপি করে নাই। । এইটুকুই বলার মাজেই সিদ্দিক মিয়া এসে হঠাৎ আমার দাঁড়ি ধরে জুতাপেটা করে ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে টাকা না পেলে আমাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। (সিদ্দিক মিয়া) আমাকে কলার ধরে বলতেছে আমাকে চিনিস আমি আওয়ামী লীগ নেতা জানিসতো।
আওয়ামীলীগের আমলে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল আওয়ামী লীগ নেতা সিদ্দিক বলে দাবি করেন লোকজন সেই সাথে তার নামে একাধিক মামলাও রয়েছে । পরে হোটেলে থাকা অন্য লোকজন আমাকে সরিয়ে দেয়।
হোটেল মালিক আবু কালাম বলেন, সকাল সাতটার দিকে মিলন নিয়া আমার হোটেলে নাস্তা করতে আসেন। এ সময় রাজনৈতিক আলোচনা হলে পরবর্তীতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত সিদ্দিক মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
রশিদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সিরাজুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজন, একজন বয়স্ক মানুষকে এভাবে পেটানো ঠিক হয়নি। সে আওয়ামী লীগ পরিচয় দিয়ে বিএনপির একজন কর্মীকে অপমান করেছে। আমরা এতোদিন বলেছি দলীয় নেতাদের কাছে, আমাদের এখানে এরকম কোন আওয়ামী লীগ নেই যারা আমাদেরকে অত্যাচার করেছে। ৫ আগস্টের পর আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে কোন আওয়ামী লীগের নেতাকর্মীকে অত্যাচার করিনি। আর আজকে এমন ঘটনা দেখতে হলো। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশকে খবর দিয়েছি আমরা আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার চাই। এখানে রশিদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ মিয়া,ইউনিয়ন যুবদলের আহবায়ক রানা লতিবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিকুল ইসলাম,ইউনিয়ন
যুবদলের সাধারণ সম্পাদক
ওমর ফারুক ইসলাম সাগর, ছাত্রদলের সভাপতি মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর আমি নিজে এলাকায় ঘুরে এসেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।