মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ১বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২, আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। এ সময় উপস্তিত ছিলেন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, কটিয়াদী সরকারী কলেজের অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, মুন্সী আঃ হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল, সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, উপজেলা ছাত্র দলের আহবায়ক তসরিফুল হাসিব, ছাত্র আন্দোলনের নেতা ফারদিন মোঃ রাব্বিসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, ১ বৈশাখ ‘বাংলা নববর্ষ আমরা বাঙ্গালীর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকল শ্রেণী পেশার লোকজন মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করে থাকি। সকলের সহযোগিতায় বাংলা নববর্ষ-১৪৩২ আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করতে চাই। সভায় উপস্থিত সকলেই বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
১ বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ এর অনুষ্ঠান মালায় রয়েছে ১৪ এপ্রিল সকাল ৯টায় কটিয়াদী সরকারী কলেজ ক্যাম্পাসের সামনে জাতীয় সংগীত ও পহেলা বৈশাখের সংগীত পরিবেশন। পরে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের পধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষে হবে। থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ নানা আয়োজন। বিকেলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।