মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন মাঠে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি। চলবে মাস ব্যাপী। আগামী ১৪ এপ্রিল মেলা উদ্বোধন করা হবে এমন আলোচনায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এদিকে ১০এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। মেলা বন্ধের দাবী জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। কটিয়াদী সরকারি কলেজ মাঠে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবীতে কটিয়াদী উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুল রহমান বাদল, মোঃ শহিদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ জাহান সিরাজী, মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরীফসহ নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে কটিয়াদী বাজার বণিক সমিতি মেলার আয়োজন করেন। বণিক সমিতির আহবায়ক ইলিয়াছ আলীর নেতৃত্বে মেলা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন মাঠে মেলা আয়োজনের কারণে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিগত সরকারের সময়েও একই মাঠে মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই মেলায় প্রতিদিন লটারীর নামে কুপন বিক্রি করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। মেলায় আলোকসজ্জা ও কুপন বিক্রির নামে উচ্চ শব্দের মাইকিং চলেছিল দিন রাত। এতে এলাকার পরিবেশ নষ্টসহ শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আবারও কটিয়াদীতে বাণিজ্য মেলা শুরু হলে এর প্রভাব শিক্ষার্থীদের উপর পরবে এতে কোন সন্দেহ নেই। লটারীর নামে লোভনীয় পুরস্কারের কুপন বিক্রির নেতিবাচক প্রভাব সমাজেও পড়বে। এলাকার শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ মেলা বন্ধের দাবী জানানো হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান মুঠোফোনে জানান, মেলা বন্ধের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।