সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী শিশুসহ হাজারো মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব রিমন মিয়া, হোসেনপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক আরিফ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসসহ সবকিছুই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র বিশ্বদরবারে নিন্দনীয়। তাই অবিলম্বে চলমান ওইসব গণহত্যা বন্ধেরও দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.