আবু হানিফ পাকুন্দিয়া, প্রতিনিধি:-পাকুন্দিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা, প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঈলবার , ৮এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন, মোঃ বিল্লাল হোসেন উপজেলা নিবাহী অফিসার পাকুন্দিয়া,
সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে পাকুন্দিয়া উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় পৌর শহর প্রদক্ষিণ, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলা প্রশাসন তত্ত্বাবধানে দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পাকুন্দিয়া,থানায় অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি কর্মকর্তা, পাকুন্দিয়া উপজেলা বি,এন পি যুগ্ন আহবায়ক মাহমুদুজ্জামান (রিপন), পাকুন্দিয়া পৌর সভায় প্যানেল মেয়র আঃ কদ্দুছ, পৌর বিএনপি সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন, পৌর বি এনপি সাংগঠিনক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন,খন্দকার আছাদু জ্জামান সভাপতি পাকুন্দিয়া প্রেসক্লাব। সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।